ফেনীতে সবজির দাম কমেছে


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১৪ জুন ২০১৬

ফেনীতে রোজায় সবজির দাম কমতে শুরু করেছে। ৪০ টাকার বেগুন ২০ আর ৫০ টাকার মরিচ কেজি প্রতি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে করে ক্রেতা সাধারণের মাঝে স্বস্তি ফিরে আসছে। ফেনীর বড় বাজার, স্টেশন বাজার ও মুক্তবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, গত সপ্তাহে এ বাজারেই বেগুন বিক্রি হয়েছে কেজি প্রতি ৪৫-৫০ টাকা। তা কমে বিক্রি হচ্ছে ২০ টাকা। ৬০-৮০ টাকা মূল্যের মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০ টাকা। একই অবস্থা সব ধরনের সবজিতে।

বিশেষ করে গত বুধবার জেলা প্রশাসক মো. আমিন উল আহসান ব্যবসায়ী নেতাদের নিয়ে বাজার মনিটরিং এরপর ক্রমেই সবজির দাম কমতে শুরু করেছে। ৪০-৫০ টাকার টমেটো ৩০ টাকা, ৪০ টাকার পটল ২৫ টাকা, ৪০ টাকার মূলা ৩০ টাকা, ৪৫ টাকার বরবটি ৩০ টাকা, ৪০ টাকার ঝিঙ্গা ৩০ টাকা, ৪০ টাকার করলা ৩০ টাকা, ৪০-৫০ টাকার কাঁকরল ২৫ টাকা, ৫০ টাকার গাজর ৪৫ টাকা, ৩০ টাকার ঢেঁঢ়শ ২৫ টাকা, ৪০ টাকার শষিন্দা ৩০ টাকা, ৪০ টাকার লতি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

মুক্ত বাজারের সবজি বিক্রেতা আসলাম উদ্দিন জানান, পাইকারি বাজারে দাম বাড়লে খুচরা বাজারে এর প্রভাব পড়ে। এতে করে বেশি দামেই সবজি বিক্রি করতে হয়।

তারা আরো জানান, রমজানের শুরুতে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামও বেড়ে যায় লাফিয়ে।

কনজুম্যার অ্যাসোসিয়েশন আব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু বলেন, রমজানের সংযমের বিপরীতে অধিক মুনাফার লোভে ফেনীতে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেয়।

রাসেল চৌধুরী নামে এক ক্রেতা জানান, সবজির মূল্য সহনীয় পর্যায়ে এসেছে। তবে এর জন্য বাজার মনিটরিং ব্যবস্থা অব্যাহত রাখতে হবে। নাহলে অসাধু ব্যবসায়ীরা নানা অজুহাতে দাম বাড়িয়ে দেয়।

জহিরুল হক মিলু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।