৭১ দিন পর দুই শিশুকে ফেরত দিলো বিএসএফ
ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে আটক দুই শিশুকে ৭১ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। তারা হলো- ইমাম হোসেন শুভ (১০) ও কোব্বাত নয়ন (১১)।
বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর মঙ্গলবার রাতে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, গত ৩ এপ্রিল খেলার জন্য সীমান্ত পার হয়ে যায় বাউরখুমা তালুকপাড়ার আবদুল মান্নানের ছেলে শুভ ও একই এলাকার আবদুল মোমিনের ছেলে নয়ন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। খবর পেয়ে বিজিবির পক্ষ থেকে দফায় দফায় যোগাযোগ করা হয়। এরপর ৭১ দিন পর মঙ্গলবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়।
বৈঠকে বিজিবি-৪ এর সহকারী পরিচালক এবিএম জাহাঙ্গীর আলম, বিএসএফের বিলোনিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সাতওয়ানসহ বিজিবি-বিএসএফ ও দুই দেশের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে মাদকদ্রব্য চোরাচালান এবং সীমান্ত অপরাধ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা চাইলেন ফেনীর বিজিবি-৪ এর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শামীম ইফতেখার।
বুধবার দুপুরে পরশুরাম উপজেলা মিলনায়তনে মাদকদ্রব্য চোরাচালান এবং সীমান্ত অপরাধ রোধে জনসচেতনতামূলক এক অনুষ্ঠানে তিনি এই সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার, ইউএনও রাকিব হায়দারসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
জহিরুল হক মিলু/এআরএ/আরআইপি