তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

নীলফামারীর তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৪ সেপ্টেম্বর) তিন ঘণ্টাব্যাপী উপজেলার তিস্তার ডালিয়া পয়েন্টে এ অভিযান চালানো হয়।

এ সময় পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ১৩টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্টসহ সংশ্লিষ্ট যন্ত্রাংশ জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরানুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির। অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করেন।

এ বিষয়ে ডিমলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইমরানুজ্জামান বলেন, তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমিরুল হক/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।