চুয়াডাঙ্গায় যুবকের আত্মহত্যা


প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৬ জুন ২০১৬

চুয়াডাঙ্গায় বকুল রায়হান (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে শহরতলীর দৌলতদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত বকুল রায়হান দৌলতদিয়ার এলাকার বাসিন্দা ও সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার এটিএম বুথের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বকুল রায়হান কর্মস্থল থেকে এসে নিজের ঘরে প্রবেশ করে। এরপর ঘর থেকে আর বের না হওয়ায় পরিবারের সদস্যরা সন্দেহ হয়।

পরে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বকুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে, কি কারণে এই আত্মহত্যা তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সালাউদ্দিন কাজল/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।