পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সদস্য গুলিবিদ্ধ


প্রকাশিত: ০৬:৪০ এএম, ১৭ জুন ২০১৬
প্রতীকী ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে আন্তঃদেশ ডাকাত দলের সদস্য সাইফুল ইসলাম (৫০) গুলিবিদ্ধ হয়েছেন। এসময় ডাকাতের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১টা থেকে ২টার মধ্যে ফুলবাড়ী জাঙ্গালপুর ব্রিজ এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ডাকাত সাইফুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ফুলবাড়ী উপজেলার ৩ নং কাজীহাল ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত করিম উদ্দীনের ছেলে। তার নামে দেশের বিভিন্ন থানায় ৮৫টি ডাকাতি  মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত ১২ জুন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমানের ছোট ভাই খাজা মাঈনুদ্দিনের রাজারামপুর পকির পাড়ার বাড়িতে ডাকাতি হয়। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আন্তঃদেশ ডাকাত দলের সদস্য সাইফুল ইসলামকে গত বুধবার রাতে ঢাকার পল্লবী থানা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে দিনাজপুর ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।

পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি আদমপুর থেকে ডাকাতির মালামাল ও দেশীয় অস্ত্র সামুরাই ও ছুরি উদ্ধার করে ফেরার পথে রাত ১টার দিকে জাঙ্গালপুর ব্রিজ এলাকায় পুলিশের গতিরোধ করে অন্যান্য ডাকাত সদস্যরা। এক পর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলি চালালে ডাকাত সাইফুল ইসলাম পায়ে গুলি বিদ্ধ হন।

এদিকে ডাকাতদের হামলায় ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আক্কেল আলীসহ ৩ পুলিশ আহত হয়েছেন। প্রায় ঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধ চলে। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে সাইফুলকে ফুলবাড়ী হাসপাতালে ও পরে অবস্থার অবনতী হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আক্কেল জানান, ডাকাতরা গুলি ছুড়লে আমরাও গুলি চালাই। এ সময় ডাকাতরা ১২/১৫ রাউন্ড ও পুলিশ ১০ রাউন্ড গুলি চালায়।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত সাইফুল ইসলাম আন্তঃদেশ ডাকাত দলের সদস্য। তার নামে দেশের বিভিন্ন থানায় ৮৫টি ডাকাতি মামলা রয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।