মানিকগঞ্জে ট্রলিচাপায় ভাই-বোনের মৃত্যু


প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১৭ জুন ২০১৬

মানিকগঞ্জের সিংগাইরে ট্রলিচাপায় ইয়াছিন (১২) ও আইরিন (৩) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সিংগাইর-হেমায়েতপুর সড়কের কিটিংচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা ওই এলাকার আফজাল হোসেনের সন্তান। এদের মধ্যে ইয়াছিন কিটিংচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ইয়াছিন ও আইরিন রাস্তার পাশের আবুল স্টোরে চিপস কিনতে যায়। এসময় সিংগাইরগামী দ্রুতগতির একটি ট্রলি রাস্তার গতিরোধক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আবুল স্টোরের ওপর পড়ে।

এতে ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আইরিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিএম খোরশেদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।