উজানের ঢলে দুধকুমার নদে ভেসে এলো মৃত গন্ডার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৭:১১ পিএম, ০৮ অক্টোবর ২০২৫
দুধকুমার নদের চরে পড়ে আছে গন্ডারের মরদেহ

কুড়িগ্রামের দুধকুমার নদে ভারত থেকে একটি মৃত গন্ডার ভেসে এসেছে। কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে গন্ডারটি ভেসে আসে বলে জানিয়েছে স্থানীয়রা।

বুধবার (৮ অক্টোবর) ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর এলাকায় নদীর চরে আটকে পড়া প্রাণীটি দেখতে আসেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাদিকুর রহমান ও যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা।

এসময় জুয়েল রানা বলেন, গন্ডারটির দেহ পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। দুই মাস পর পচন প্রক্রিয়া সম্পন্ন হলে হাড়গোড় সংগ্রহ করে জাদুঘরে সংরক্ষণ করা হবে। এগুলো শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহার করা হবে।

এর আগে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় দুধকুমার নদে স্রোতের সঙ্গে ভেসে আসে প্রাণীটি। পরে ভূরুঙ্গামারীর দক্ষিণছাট গোপালপুর এলাকায় চরে আটকে পড়ে মৃত গন্ডারটি।

স্থানীয় বাসিন্দা মঞ্জুরুল ইসলাম বলেন, উজানের ঢলে কালজানি ও দুধকুমার নদে হাজার হাজার গাছের গুঁড়ি ও কাঠ ভেসে এসেছিল। এর সঙ্গে ওই মৃত গন্ডারটি ভেসে আসে।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান বলেন, উজানের ঢলে মৃত গন্ডারটি ভেসে এসে দুধকুমার নদের চরে আটকে পড়েছে। মঙ্গলবার এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আমি বন বিভাগকে অবগত করি।

কুড়িগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘গন্ডারটি বড় ও ভারী হওয়ায় সরানো সম্ভব হয়নি। তাই মাটিতে গর্ত করে সেখানেই পুঁতে ফেলার জন্য বলা হয়েছে। জাদুঘরের লোকজন এর হাড় সংগ্রহ করবেন।

রোকনুজ্জামান মানু/কেএইচকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।