৯ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে ১৪ বছর পর গ্রেফতার
মাগুরায় আগ্নেয়াস্ত্র মামলায় ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি নজরুলকে ১৪ বছর পরে গ্রেফতার করেছে পুলিশ। নজরুল
শ্রীপুর উপজেলার বিলনাথুর গ্রামের বদিয়ার রহমানের ছেলে।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জাগো নিউজকে জানান, ১৯৯৮ সালে নজরুল ইসলামের নামে অস্ত্র মামলা দায়ের করা হয়। (মামলা নং জিআর-৬৯/৯৮)। পরে ২০০২ সালে মাগুরার একটি আদালত তাকে ৯ বছর ৬ মাস কারাদণ্ড প্রদান করেন।
জামিনে থাকা অবস্থায় মামলার রায় ঘোষণা হয়। নজরুল আদালতের এ রায় অবজ্ঞা করে প্রায় ১৪ বছর নাম-পরিচয় গোপন করে পালিয়ে বেড়ায়।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশ নজরুলকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
আরাফাত হোসেন/এআরএ/আরআইপি