ফেনীর রসমেলা ও ফাইভ স্টার হোটেলসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা


প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১৯ জুন ২০১৬

ফেনীর রসমেলা ও ফাইভ স্টার হোটেলসহ ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে শহরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সোহেল রানা এসব জরিমানা আদায় করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন শহরতলীর কালিপাল এলাকায় মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান রসমেলার কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এসময় ফ্রিজের মধ্যে পঁচা রসমালাই, মেয়াদোত্তীর্ণ রঙ ব্যাবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার দায়ে প্রতিষ্ঠানের পরিচালক সাইফুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ফ্রিজে পঁচা মাশরুম ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার প্রস্তুত করার অপরাধে ফাইভ স্টার চাইনিজ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, হর্কাস মার্কেটস্থ কাঁচা বাজার ও পাইকারি বাজারে মূল্যতালিকা না থাকায় মো. সেলিমকে ১০ হাজার, রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা ও শহরের দাউদপুর খাঁজা আহাম্মদ মার্কেটস্থ আড়তে বেলায়েত হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় তিনি ১০ মিনিটের মধ্যে মূল্যতালিকা টাঙানোর নির্দেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার সোহেল রানা ৫ প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানার আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

জহিরুল হক মিলু/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।