ইউপি সদস্যের বাড়ি থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২১ অক্টোবর ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদের সদস্য নূরুল ইসলামের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উত্তর শশীদল এলাকায় এসব গাঁজা উদ্ধার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউপি সদস্যের বাড়ি থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার

আটক কাউছার (৩০) শশীদলের মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি নূরুল ইসলামের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর শশীদলে ইউপি সদস্য নূরুল ইসলামের বাড়ির পাশে বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে প্রথমে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় ও ঘটনাস্থল থেকে কাউছারকে আটক করা হয়। পরবর্তীতে কাউছারের তথ্যের ভিত্তিতে নূরুল ইসলামের বাড়ির ছাদে শুকানো অবস্থায় আরও ৬০ কেজি গাঁজা পাওয়া যায়। অভিযানের সময় নূরুল ইসলাম ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, পলাতক ইউপি সদস্যকে গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জাহিদ পাটোয়ারী/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।