মায়ের চেকে ছেলের সই, জালিয়াতি মামলায় কারাগারে অধ্যক্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২১ অক্টোবর ২০২৫
গ্রেফতার খাইরুল ইসলাম

টাঙ্গাইলে মায়ের চেকে সই দিয়ে অন্যকে প্রদানের মামলায় ছেলে খাইরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল সদর থানা আমলি আদালতের ম্যাজিস্ট্রেট সোহেল ম্রং এ আদেশ দেন।

অভিযুক্ত খাইরুল ইসলাম তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা টাঙ্গাইল শাখার অধ্যক্ষ।

আদালত সূত্র জানায়, মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান খাইরুল ইসলাম। তবে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মায়ের চেকে ছেলের সই, জালিয়াতি মামলায় কারাগারে অধ্যক্ষ

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, টাঙ্গাইল জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট এম এ মালেক আদনানের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক থাকার সুবাদে আসামি খাইরুল ইসলাম ও তার মা খাদিজা বেগম ২০২১ সালের ২ এপ্রিল ৯ লাখ টাকা ঋণ নেন। একপর্যায়ে এই টাকা পরিশোধ করতে একই বছরের ১৯ মে আসামি খাইরুল তার মায়ের একটি চেকের পাতায় জাল-জালিয়াতির মাধ্যমে নিজেই সই দিয়ে তা মালেক আদনানকে দেন।

পরে চেকটি ব্যাংক কর্তৃক ডিজঅনার হলে খাদিজা বেগমের নামে মামলা হয়। সেই মামলা চলমান অবস্থায় খাদিজা বেগম মারা গেলে মামলাটি স্থগিত হয়ে যায়। সবশেষ খাইরুল ইসলাম গত ৩০ জুন পাওনা টাকা ফেরত দিতে অস্বীকার করায় মালেক আদনান আদালতে মামলা করেন।

আব্দুল্লাহ আল নোমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।