শেরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২১ অক্টোবর ২০২৫
ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে জমি ও সুদের টাকাপয়সা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মরিচফুল বেগম (৫০) নামে একজন নারী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়া পাড়ায় ঘটনাটি ঘটে। আহতরা শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, নিহত মরিচফুল বেগম ওই এলাকার মৃত হাসেম মিয়ার স্ত্রী। এদিকে এ ঘটনায় আকলিমা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া এলাকার বিধবা মরিচফুল বেগম সুদে টাকা দিয়ে তার ৮ সন্তানের সংসার চালাতেন। কিছুদিন আগে প্রতিবেশী কালাম মরিচফুলের কাছ থেকে দেড় লাখ টাকা সুদে ধার নিয়ে ওই টাকা ফেরত দিতে টালবাহানা করছিলেন। এছাড়া মরিচফুলদের যাতায়াতের রাস্তায় কালাম ও ফরিদ মিয়াদের একটি খোলা টয়লেট নিয়ে ফরিদ, জয়নাল, ও বাবুল সরকার গংদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে ফরিদ ও কালামের নেতৃত্বে কয়েকজন মরিচফুলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলেই মরিচফুল বেগমের মৃত্যু হয়।

এ সময় জসমত আলী (৪৫), শুক্কুর আলী (২০), সোহাগ মিয়া (১৭), সুমন মিয়া (১৯) ও হুজুরা বেগমসহ (৩০) সাতজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান। তাদের মধ্যে জসমত আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উপল হাসান বলেন, ৬ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তার মধ্যে মরিচফুল বেগমকে মৃত অবস্থায় পাওয়া গেছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানো হয়েছে। অন্যদের এই হাসপাতালে ভর্তি রয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন জাগো নিউজকে জানান, দু’পক্ষের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এছাড়া আরও সাতজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মো. নাঈম ইসলাম/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।