বিএনপি নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২১ অক্টোবর ২০২৫
অভিযুক্ত রাজু আহম্মেদ

দিনাজপুরের বিরামপুরে গৃহবধূকে (৩৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ (৩৮)। তিনি পৌরশহরের পূর্বপাড়া এলাকার শাহাজাহানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে ধর্ষণচেষ্টা করেন রাজু আহম্মেদ। এসময় তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। এসময় অভিযুক্ত ওই নারীকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান।

পৌর বিএনপির আহ্বায়ক তছলিম উদ্দিন মন্ডল বলেন, ‌‘বিষয়টি আমিও শুনেছি। আমরা দলীয়ভাবে তদন্ত করবো। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, রাজু আহম্মেদের নামে এক নারী ধর্ষণচেষ্টার অভিযোগে করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. মাহাবুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।