ভোমরা স্থলবন্দর এখন কাস্টম হাউজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:০০ পিএম, ২২ অক্টোবর ২০২৫

দীর্ঘদিনের দাবির পর অবশেষে পূর্ণাঙ্গ কাস্টম হাউজে রূপান্তরিত হলো সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভোমরাকে আনুষ্ঠানিকভাবে কাস্টম হাউজ হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে এ উপলক্ষে ভোমরা বন্দরে আনন্দ র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

এসময় সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সভাপতি মো. আবু হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক আহ্বায়ক হাবিবুর ইসলাম হবি, আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা, সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ খানসহ বন্দরের কর্মচারি ও শ্রমিক সংগঠনের নেতারা।

দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের দাবি ছিল, খুলনা কাস্টম হাউজের পরিবর্তে ভোমরাতেই যেন নিজস্ব কাস্টম হাউজ স্থাপন করা হয়। অবশেষে সেই প্রত্যাশা পূরণ হয়েছে।

অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, ভোমরাকে কাস্টম হাউজে উন্নীত করায় এখান থেকেই এখন পূর্ণাঙ্গ রাজস্ব প্রশাসন, শুল্ক নির্ধারণ, আমদানি-রফতানি নথি যাচাই ও বাণিজ্য ব্যবস্থাপনা সম্পন্ন করা যাবে। ফলে ব্যবসায়ীরা আর খুলনা কাস্টম হাউজের ওপর নির্ভরশীল থাকবেন না।

বর্তমানে ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে খাদ্যপণ্য, নির্মাণসামগ্রী, পোশাক, কসমেটিকসসহ নানা পণ্য আমদানি হয়। অপরদিকে বাংলাদেশ থেকে রফতানি হয় কৃষিপণ্য, মাছ ও বিভিন্ন শিল্পজাত দ্রব্য।

আহসানুর রহমান রাজীব/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।