নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে নীলফামারী সরকারি কলেজের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হলো, নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের মতিউর রহমানের মেয়ে সাফরিন আক্তার (৬) ও কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুড়ী গ্রামের জহুরুল ইসলামের মেয়ে তানহা আক্তার (৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে দুই শিশু বাড়ির পাশে খেলছিল। এ সময় তারা পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুরপাড়ের কাছে তাদের ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
তানহা আক্তারের চাচা মিজানুর রহমান জানান, দুই শিশু খেলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। আমরা পুলিশের অনুমতি নিয়ে মরদেহ দুটি দাফনের ব্যবস্থা করছি।
তিনি জানান, তানহার বাবা জহুরুল ইসলাম শহরের উকিলের মোড়ের বিসমিল্লাহ কম্পিউটার সেন্টারের মালিক এবং সাফরিনের বাবা মতিউর রহমান নীলফামারী সোনালী ব্যাংকের কর্মচারী।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ হোসেন বলেন, ‘স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।’
আমিরুল হক/আরএইচ/এএসএম