দালাল প্রশাসন-চাঁদাবাজির স্থান পটুয়াখালীতে হবে না: নুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১৮ নভেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আমি বলেছিলাম, যে ডিসি একটি রাজনৈতিক দলের নেতার পক্ষ নিয়ে দালালি করছে, সেই ডিসি পটুয়াখালী থাকতে পারবে না। শেষ পর্যন্ত সে থাকতে পারেনি। আজ যদি পুলিশ প্রশাসন বা রাজনৈতিক কারও হস্তক্ষেপে সাধারণ মানুষকে হয়রানি করা হয়, চরের মানুষকে জমির অধিকার থেকে বঞ্চিত করা হয়— তাহলে সেই প্রশাসনের জায়গা দশমিনা-গলাচিপায় হবে না।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল তিনটায় দশমিনা হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুর আরও বলেন, আমাদের চাঁদাবাজি বা ধান্দাবাজির কোনো ইচ্ছে নেই। এই মঞ্চে যারা আছেন- কেউ অতীতে কিংবা বর্তমানে এসবের সঙ্গে জড়িত ছিলেন না, ভবিষ্যতেও থাকবেন না। আজ যারা চর দখল করছে, মানুষকে জিম্মি করে টাকা নিচ্ছে, তরমুজের মৌসুমে ট্রলি-ঘাট-ট্রলার থেকে চাঁদা আদায় করছে, জেলেদের মাছ ধরতে গেলেও চাঁদা চায়— আমরা মানুষকে এসব অন্যায় থেকে মুক্তি দিতে চাই।

তিনি আরও বলেন, ঢাকা শহরে পরিচিতি থাকা সত্ত্বেও সেখানে নির্বাচন না করে এলাকার মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে আমি এখান থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার শক্তি।

নিজের অবস্থান জানিয়ে নুর বলেন, আমি আপনাদের প্রতিনিধি। পুলিশ-প্রশাসন ও সরকার- কাউকে তোয়াক্কা করি না। সত্যকে সত্য বলেছি, মানুষের পক্ষে লড়াই করেছি। ইনশাল্লাহ, আপনারা পাশে থাকলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।

তিনি অভিযোগ করে বলেন, এখানে অনেকেই আমাকে নিয়ে কটু কথা বলছে; অথচ তারাই ঢাকায় গিয়ে আমার সঙ্গে দেখা করে। এখানকার মানুষকে হুমকি দিচ্ছে, আবার সার্কিট হাউজে গিয়ে বলে- ‘ভাই, বুঝেনই তো, আছি একজনের সাথে’। এসব হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না। সৎসাহস নিয়ে এগোলে বিজয় আমাদেরই হবে।

এসময় জনসভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহসিন হোসেন, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মাহমুদ হাসান রায়হান/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।