ফরিদপুরে ১০ দিনের বিসিক উদ্যোক্তা মেলা শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:২৫ এএম, ১৯ নভেম্বর ২০২৫

ফরিদপুরে শুরু হয়েছে দশদিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের অম্বিকা ময়দানে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বিসিকের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলায় অর্ধশতাধিক স্টলে স্থান পেয়েছে বিভিন্ন প্রকারের দেশীয় পণ্য।

উদ্বোধনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, বিসিকের উপমহাব্যবস্থাপক আহসান হাবীব, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব পিয়াল।

উদ্বোধনীর অনুষ্ঠানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ফরিদপুরের উপ-মহাব্যবস্থাপক আহসান হাবীব বলেন, বিসিক সব সময়‌ ‌উদ্যোক্তাদের পাশে আছে। বিসিক শিল্প ও উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি ‌বাজার সম্প্রসারণের জন্য কাজ করে থাকে। আর তাই ‌‌প্রতিবছরের মতো এ বছরও মেলার আয়োজন করা হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা বলেন, এই মেলার প্রাণ হচ্ছে উদ্যোক্তারা, মেলার মাধ্যমে উদ্যোক্তাদের পণ্যের যেমন প্রসার ঘটবে তেমনি সৃষ্টি হবে নতুন নতুন বাজার। এ জাতীয় মেলার মাধ্যমে ফরিদপুরের কৃষ্টিকালচার কে তুলে ধরা হয়।

তিনি বলেন, এই মেলার মধ্য দিয়ে ‌ভালো উদ্যোক্তা বেরিয়ে আসবে, তারা অনলাইনের মাধ্যমে ব্যবসা করবে ‌এবং ‌নিজেরা স্বাবলম্বী হবে বলে ‌প্রত্যাশা ব্যক্ত করেন।

এন কে বি নয়ন/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।