দামুড়হুদায় ভারতীয় মদ জব্দ


প্রকাশিত: ০৬:২৮ এএম, ২৫ জুন ২০১৬

চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়নগর ও ফুলবাড়ি সীমান্ত থেকে ৮৮ বোতল ভারতীয় উন্নতমানের মদ জব্দ করেছে বিজিবি। শনিবার ভোর ৪টার দিকে এগুলো জব্দ করা হয়।
    
বিজিবি জানায়, শনিবার ভোরে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শফিক আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ দর্শনা জয়নগর সীমান্ত থেকে ৪০ বোতল মদ জব্দ করে। একই সময় ফুলবাড়ি বিজিবি ক্যাম্পের কমান্ডার আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ফুলবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে ৪৮ বোতল মদ জব্দ করে।

সালাউদ্দিন কাজল/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।