জনসচেতনতা বাড়াতে পুলিশের লিফলেট বিতরণ


প্রকাশিত: ০৭:১৩ এএম, ২৮ জুন ২০১৬

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে নওগাঁয় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা পুলিশ লিটলেট বিতরণ করেছে। মঙ্গলবার বেলা ১১ টায় শহরের ঢাকা বাসস্ট্যান্ড, বালুডাঙ্গা বাসস্ট্যান্ড, মুক্তির মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে লিটলেট বিতরণ করা হয়।

এ সময় পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম ও মুহাম্মদ রাশিদুল হক, সহকারী পুলিশ সুপার মোহসিন, সদর থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম, তদন্ত অফিসার শাহ আলমসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফুটপাত, অস্থায়ী দোকান, ডাবের পানি, জুস, চা, কফি, পান, খেঁজুর, ঝালমুড়ি, শক্তি বর্ধক হালুয়া, ক্রিম জাতীয় বিস্কুট, যাত্রা পথে বা হাট বাজারে, সিএনজি, অটোরিকশা, ইজিবাইক, রিকশা চালকদের দেয়া কোনো খাবার না খাওয়াসহ লিফলেটে বিভিন্ন উপদেশমূলক লেখা প্রচার করা হয়।

আব্বাস আলী/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।