দর্শনায় ফেনসিডিল ও ভারতীয় শাড়ি জব্দ


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৯ জুন ২০১৬

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর ও জয়নগর সীমান্ত থেকে ৯০ বোতল ফেনসিডিল ও ৩৩ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। বুধবার ভোরে এগুলো জব্দ করা হয়।
 
বিজিবি জানায়, বুধবার ভোরে দর্শনা বিজিবি ক্যাম্পের নায়েক পারভেজ ও মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন তথ্যের ভিত্তিতে ঈশ্বচন্দ্রপুর ও জয়নগর চেকপোস্ট সীমান্ত থেকে ৯০ বোতল ফেনসিডিল ও ৩৩ পিস ভারতীয় শাড়ি জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।  

সালাউদ্দিন কাজল/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।