ঠাকুরগাঁওয়ে নব-নির্বাচিতদের শপথ গ্রহণ


প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৯ জুন ২০১৬

চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঠাকুরগাঁওয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস।

ঠাকুরগাঁও সদর উপজেলার ১১টি ও বালিয়াডাঙ্গী উপজেলার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশী প্রমুখ।
 
রবিউল এহ্সান রিপন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।