ভোটারদের সই জটিলতায় ফেনীর সব স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি সংসদীয় আসনে জমা হয় ৩৫টি মনোনয়নপত্র। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ছয়জন। যাচাই-বাছাই করে সব স্বতন্ত্র প্রার্থীসহ ১২টি মনোনয়নপত্র বাতিল ও ১টি স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রোববার (৪ জানুয়ারি) ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের কার্যালয়ে যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। 

এতে ফেনী-১ আসনে ১০ প্রার্থীর মাঝে ১ জনের স্থগিত, ৩ জনের বাতিল ও ৬ জনকে বৈধ ঘোষণা করা হয়। একইভাবে ফেনী-২ আসনের ১৪টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৫টি মনোনয়নপত্র বাতিল ও ৯টি বৈধ ঘোষণা করা হয়। ফেনী-৩ আসনে ১১টি মনোনয়নের মাঝে ৪টি বাতিল ও ৭টি গৃহীত হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম বিশ্লেষণ করে দেখা যায়, ফেনীর তিনটি সংসদীয় আসনে ৬ জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে তাদের সবার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। 

এর মধ্যে ফেনী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ভূঁইয়া, ফেনী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব নবী ভূঁইয়া মো. ইসমাইল ও এসএম হুমায়ুন কবির পাটোয়ারী, ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ মাহমুদের মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটারের সাক্ষর কম হওয়া ও যথাযথ না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল হক রিপনের ১ শতাংশ ভোটারের সমস্যা ও ঠিকাদারি প্রকল্প চলমান থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ফেনীর যুগ্ম-সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে মোট ভোটারের এক পার্সেন্ট ভোটারের স্বাক্ষর মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। এটি অত্যন্ত দুরূহ ও কষ্টকর বিষয়। ফেনীর তিনটি সংসদীয় আসনের সব স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের খবরটি আসলেই দুঃখজনক বিষয়। প্রার্থী হওয়ার ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

আবদুল্লাহ আল-মামুন/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।