পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধ


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ৩০ জুন ২০১৬
ফাইল ছবি

লঞ্চ মালিককে মারধরের প্রতিবাদে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে লঞ্চ মালিকরা।
বৃহস্পতিবার বেলা দেড়টা থেকে দুটি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

লঞ্চ মালিক উজ্জ্বল ফকির জানান, আরিচা ঘাটে লঞ্চ কাউন্টারের সামনে অনুমোদনহীন স্পিডবোটের কাউন্টার বসানো নিয়ে বেশ কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় দুপুরে শিবালয় উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আলী আহসান মিঠু, তার ভাই মিতুল, উজ্জ্বল, রতনসহ ৩০/৪০ জন যুবলীগকর্মী আরিচা ঘাট এলাকায় তার ওপর হামলা চালায়। এর প্রতিবাদে লঞ্চ মালিকরা দুটি রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে।

তিনি আরো জানান, বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রাখা হবে।

উল্লেখ্য, দুটি রুটে মোট ৩৬টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হয়।

বি.এম খোরশেদ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।