টাঙ্গাইলে প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৯ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন এ তথ্য নিশ্চিত করেন।

কাওসার বাঁধন বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে ঢাকায় প্রশ্ন ফাঁস জড়িত চক্রের একজনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী জানতে পারি এ চক্রের আরও সদস্য রয়েছে। পরে গ্রেফতার ব্যক্তির তথ্য অনুসারে র‍্যাব সদস্য অভিযানে নামে। পরে অভিযানে চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।

এদিকে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৃহস্পতিবার ঢাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সদস্য মাহবুবকে গ্রেফতার করে।

মাহবুবকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু সক্রিয় সদস্যের টাঙ্গাইলে অবস্থান নিশ্চিত করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪ বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে প্রথমে বেল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে বেল্লাল হোসেন তথ্যের ভিত্তিতে জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, আল আমিন ও অপূর্ব ব্যানার্জীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ব্ল্যাংক চেক, স্ট্যাম্প পেপার, প্রার্থীর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রবেশপত্র এবং প্রার্থীর আসল সার্টিফিকেট জব্দ করা হয়। গ্রেফতার আসামিদের নামে শেরে বাংলা নগর থানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মামলা করেছেন। গ্রেফতার আসামিদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হবে।

আব্দুল্লাহ আল নোমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।