প্রস্তুত হচ্ছে ঈদগাহ মাঠ


প্রকাশিত: ০৬:৪১ এএম, ০৩ জুলাই ২০১৬

আর মাত্র কয়েক দিন পরেই ঈদ। মাগুরায় চলছে ঈদগাহ প্রস্তুতির কাজ। এ বছর চার উপজেলায় ৪৫১টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তে এসব মাঠ প্রস্তুত করতে দিন রাত ঘাম ঝরাচ্ছেন শ্রমিকরা।

ইতোমধ্যে বালু ও মাটি দিয়ে মাঠ সমতল করা হয়েছে। এছাড়া অধিকাংশ মাঠে বাঁশ খুটি দিয়ে অবকাঠামো তৈরি শেষে চলছে সামিয়ানা লাগানোর কাজ। সরকারি অফিসসহ গুরুত্বপূর্ণ রাস্তাঘাটে আলোক সজ্জা করা হয়েছে। এছাড়া ঈদের দিন বৃষ্টিতে নামাজে যেন কোনো বিঘ্ন না ঘটে সে জন্য বাড়তি ড্রেনেজ ব্যবস্থা চালু করা হয়েছে প্রতিটি মাঠের আশপাশে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জাগো নিউজকে জানান, এসব মাঠে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। এছাড়া সার্বিক নিরাপত্তায় ওই দিন শহরের গুরুত্বপূর্ণ জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে বলে জানান এ কর্মকর্তা।

আরাফাত হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।