ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ১১:০১ পিএম, ০৩ জুলাই ২০১৬

ঝালকাঠি শহরের পশ্চিম চাঁদকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাৎ (২৫) নামের সেমাই কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিল শাহাদাৎ। এসময় একটি ছেড়া তার ঝুলতে দেখে তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সহকর্মীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে সদর হাসাপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মদিনা সেমাই কারখানার মালিক আইউব আলী বলেন,  মৌসমী শ্রমিক হিসেবে এখানে কাজ করতেন শাহদাৎ। কাজও শেষ পর্যায়ে। এমন সময়ে এ দুর্ঘটনা ঘটেছে।
      
মো. আতিকুর রহমান/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।