ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাসহ আটক ৭
ঝালকাঠিতে পৃথক অভিযানে জেলা ছাত্রলীগের দুই নেতাসহ ৭ জনকে ৫ বোতল নিয়ে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যার আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রাকিব। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে শহরের ইছানীল এলাকায় পুলিশের চেকপোস্টে ১ বোতল বিদেশি মদসহ লিয়ন (১৭) ও রাসেল (১৮) কে আটক করা হয়েছে।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শহরের স্টেশন রোডস্থ একটি ভবনের ৩ তলার একটি রুমে অভিযান চালানো হয়। এসময় ৪ বোতল বিদেশি মদসহ শহর ছাত্রলীগের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক রাসেল (২৭), জেলা ছাত্রলীগের সহসভাপতি (বহিষ্কৃত) লিমন নকিব (২৮), রাজাপুরের পুথরিজানা গ্রামের রানা (২৬), মেডিকেল মোড়ের রিপন গাজী (২৫) ও রাসেল (২৭) কে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, আটককৃতদের নামে এসআই বেলায়েত বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে রাতেই মামলা দায়ের করেছেন। অভিযানে ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসান, গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি শিলমনি চাকমাসহ ডিবি ও থানা পুলিশ অংশ নেয়।
মো. আতিকুর রহমান/এসকেডি