ঝিনাইদহে পাটের বাম্পার ফলনের সম্ভাবনা


প্রকাশিত: ০৪:৫৭ এএম, ০৬ জুলাই ২০১৬

চলতি মৌসুমে ঝিনাইদহ জেলায় ২০ হাজার ৪৭০ হেক্টর পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। পাটের বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেছেন সাধারণ কৃষকরা।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, ২০ হাজার ৪৭০ হেক্টরে ২ লাখ ২৬ হাজার ১৯৪ বেল পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সদর উপজেলার চুটলিয়া গ্রামের টিটু মিয়া জানান, এবার তিনি ৩ একরের বেশি জমিতে পাট চাষ করেছেন। এ বছর পাট উৎপাদনে কৃষকদের তেমন বেগ পেতে হচ্ছে না। জমির সামান্য পরিচর্যা করলেই ভালো ফলন পাওয়া যায়। পাট চাষে তেমন কোনো ওষুধের প্রয়োজন পড়ে না। এবার পাটের বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের ডেপুটি ডাইরেক্টর শাহ মো. আকরামুল হক জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এ অঞ্চলে পাটের বাম্পার ফলন হবে বলেও তিনি জানান। সোনালী আঁশ নামে খ্যাত পাট একটি সহজলভ্য অর্থকারী কৃষি ফসল।

যশোর-খুলনাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার জুট মিলে উৎপাদিত পাটের ব্যাগ, সুতা ও কার্পেটের রয়েছে দেশ-বিদেশে ব্যাপক চাহিদা। তাছাড়া পাটখড়িরও রয়েছে চাহিদা। জ্বালানিসহ নানা কাজে পাট খড়ির ব্যবহার হয়ে থাকে। যে কারণে প্রতি বছর এ অঞ্চলে পাটের চাষ বাড়ছে।

আহমেদ নাসিম আনসারী/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।