নওগাঁর দ্বিতীয় বৃহত্তম জামাত কুশুম্বা মসজিদে


প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৬ জুলাই ২০১৬

নওগাঁর ঐতিহাসিক স্থানের মধ্যে মান্দা উপজেলার কুশুম্বা মসজিদ অন্যতম। আগামীকাল বৃহস্পতিবার মুসল্লিদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এ উপলক্ষে নওগাঁর নওযোয়ান ঈদগাহ মাঠের পর দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে কুশুম্বা মসজিদে।

ঈদের জামাত আদায়ের জন্য পরিস্কার পরিচ্ছন্ন করে সকল কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়া প্রশাসন থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

কুশুম্বা মসজিদ নামাজ পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬টায়। তবে মুসল্লিদের উপস্থিতির উপর নির্ভর করে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। সেখানে ৫/৬টা জামাত অনুষ্ঠিত হয়। প্রতি জামাতে প্রায় দুই হাজার ৫শ মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করেন। প্রথম জামাতে ইমামতি করবেন নামাজ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আলহাজ মোস্তফা আলামিন।

Naogaon

আগত মুসল্লিদের অজুর জন্য রয়েছে কুশুম্বা দিঘী। দিঘীর সুশীতল পানিতে ওযুর জন্য তিনটি সিড়ি (ঘাট) রয়েছে। এছাড়া ট্যাপের ব্যবস্থা রয়েছে।

ঈদ উল ফিতর উপলক্ষে কুশুম্বা মসজিদের চারপাশে বসে গ্রামীন মেলা। বুধবার দুপুরের পর থেকে দোকানিরা তাদের দোকানগুলো প্রস্তুত করছিল। ঈদের চারদিন পর্যন্ত বিভিন্নস্থান থেকে আগত দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করার মতো।

কার্যকর কমিটির সভাপতি মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান জানান, নিরাপত্তার সঙ্গে নামাজ আদায়ের জন্য স্বেচ্ছাসেবকের একটি কমিটি গঠন করা হয়েছে।

আব্বাস/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।