আত্রাইয়ে জেএমবি সদস্য গ্রেফতার
প্রতীকী ছবি
নওগাঁর আত্রাইয়ে একাধিক মামলার আসামি জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য মঞ্জুরুল ইসলাম মিলনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারুনীতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মঞ্জুরুল ইসলাম উপজেলার মহাদিঘী গ্রামের মালেক মুহুরীর ছেলে।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদােজ্জা জানান, মঞ্জুরুল ইসলাম মিলন ২০০৪ সালে সর্বহারা নিধন নামে বাংলা ভাইয়ের (জেএমবি) তাণ্ডব অর্থাৎ খুন, নির্যাতন, লুটপাট করার সময় সক্রিয় অংশগ্রহণ করে। চলতি বছরে বিস্ফােরক দ্রব্য আইনের মামলাসহ তার নামে একাধিক মামলা রয়েছে।
নাশকতামূলক কর্মকাণ্ড করার পরিকল্পনা করছিলেন তিনি। গোপন সংবাদে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয় বারুনীতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্বাস আলী/এআরএ/এমএস