ঠাকুরগাঁওয়ে সাইকেল ওয়ারিয়র্সের বর্ষপূর্তিতে র্যালি
ঠাকুরগাঁও সাইকেল ওয়ারিয়র্সের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সাইকেল ওয়ারিয়র্সের সভাপতি জিএম সুফি নিয়াজী, উপদেষ্টা শাহাদাৎ হোসেন, জিএম সিরাজী মিজান, তানভীর হাসান তানু, নিয়াজ মুরাদ, সদস্য নকিব হাসান, নেওয়াজ নিলয়, হযরত আলী, প্রিন্স, সারিয়া নাইম সিনথিয়া, শোভাসহ ঠাকুরগাঁও সাইকেল ওয়ারিয়র্সের সকল সদস্য।
সাইকেল ওয়ারিয়র্সের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার রাতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টে গান পরিবেশন করবেন ঢাকার ব্যান্ড দল অ্যাশেস।
রবিউল এহসান রিপন/এআরএ/পিআর