ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ফয়জুল হকের ছেলেকে নিয়ে তার মা ঈদের পর বাবার বাড়ি একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে বেড়াতে যান। পরে নাসিমুল হকের ছেলে আল-মোবিন (৩) ও বেড়াতে আসায় ফয়জুল হকের ছেলে মাহমুদুল্লাহ (৩) খেলতে খেলতে বাড়ির পার্শ্বে পুকুরে পড়ে যায়।
পরে তাদের খুঁজে না পেয়ে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পুকুর থেকে উদ্ধার করার আগেই তাদের মৃত্যু হয়।
রবিউল এহসান রিপন/এআরএ/এবিএস