মরমি কবি পাগলা কানাইয়ের ১২৭তম মৃত্যুবার্ষিকী আজ


প্রকাশিত: ০৫:১১ এএম, ১২ জুলাই ২০১৬

“কী মজার ঘর বেঁধেছে, হায়রে ঘর বাইন্ধাছে, দুই খুঁটির উপর। জিন্দা দেহে মুরদা বসন, থাকতে কেনো পরনা। মন তুমি মরার ভাব জান না, মরার আগে না মরিলে পরে কিছুই হবে না।” এরকম অসংখ্য জারি, বাউল, মারফতি, ধূয়া, মুর্শিদী গানের শ্রষ্ঠা মরমী কবি পাগলা কানাইয়ের ১২৭ তম মৃত্যু বার্ষিকী আজ।

ইতিহাস থেকে জানা গেছে, লোক-সাধনা ও মরমি সঙ্গীতের এ কবি ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে বাংলা ১২১৬ সালের ২৫ ফাল্গুন জন্মগ্রহণ করেন এবং আজকের এই দিনে বাংলা ১২৯৬ সালের ২৮ আষাঢ় তিনি ইন্তেকাল করেন।

ছোটবেলা থেকেই তিনি দূরন্ত ও আধ্যাত্মিক স্বভাবের ছিলেন। বাল্যকালে পিতৃহারা পাগলা কানাই এর ঘরে মন না টেকায় ও অর্থের অভাবে পড়ালেখা হয়নি। তিনি অন্যের বাড়িতে রাখালের কাজ করেছেন।

গরু চরাতে গিয়ে ধুয়ো জারি গান গাইতেন। নিরক্ষর হলেও তার স্মৃতি, মেধা ছিল প্রখর। তিনি উপস্থিত বুদ্ধি দিয়ে তাৎক্ষণিকভাবে গান রচনা করে নিজ কণ্ঠে পরিবেশন করতেন। তার সঙ্গীতে তিনি যেমন ইসলাম ধর্মের তত্ত্বকে প্রচার করেছেন তেমনি হিন্দু-পুরাণ রামায়ণ ও মহাভারত থেকেও নানা উপমার প্রয়োগ ঘটিয়েছেন। এ কারণেই তার গান সর্বজনীনতা লাভ করে। তার মধ্যে বাউল ও কবিয়াল এ দুয়ের যথার্থ মিলন ঘটেছে। পাগলা কানাই এর গান গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে।

Jhenidah

এ পর্যন্ত পাগলা কানাই রচিত গানের মধ্য মাত্র তিনশ সংগৃহীত হয়েছে। মুহম্মদ মনসুর উদ্দীন, ড. মাজহারুল ইসলাম, আবু তালিব, আমিন উদ্দিন শাহ, দুর্গাদাস লাহিড়ী, উপেন্দ্রনাথ ভট্টাচার্যসহ মনীষীগণ পাগলা কানাইয়ের গানের সংগ্রহ ও গবেষণা করেছেন।

আজ এ কবির  মৃত্যুবার্ষিকী উপলক্ষে জন্মভিটা ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

Jhenidah

ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউসুফ মো. রেজাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার আলতাফ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, জেলা পরিষদ সচিব মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখবেন পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান একেএম নজরুল ইসলাম ও পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ এর যুগ্ম সম্পাদক ইব্রাহিম জামান। আলোচক থাকবেন পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ এর কোষাধ্যক্ষ আক্কাস আলী।

অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুর রশিদ।

আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।