মাগুরায় মাইক্রোবাস উল্টে চালক নিহত
মাগুরা-যশোর সড়কের ছয়চার নামক স্থানে মাইক্রোবাস উল্টে এর চালক নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে যশোরগামী একটি মাইক্রোবাস বুধবার সকালে মাগুরার ছয়চার নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বড় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই গাড়ির চালক নিহত এবং গাড়ির ৪/৫ জন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে একজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের যশোর হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরাফাত হোসেন/এফএ/পিআর