রাজশাহীতে জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৫:০৪ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

পুলিশের উপর হামলার ঘটনায় রাজশাহীতে জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এসআই জাহাঙ্গীর বাদি হয়ে শাহ মখদুম থানায় মামলাটি দায়ের করা হয়।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভূঁইয়া জানান,  জামায়াত-শিবিরের ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০ জনকে আসামী করে মামলাটি দায়ের করা হয়েছে। থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজাকে মামলার তদন্তভার দেওয়া হয়। মঙ্গলবার রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক আটজন জামায়াত-শিবির নেতাকর্মীকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে তাদের নামপরিচয় জানাননি ওসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।