ছেলের লাথিতে প্রাণ গেল মায়ের
নওগাঁর আত্রাইয়ের রাইপুর ডাঙ্গাপাড়া গ্রামে ছেলের লাথিতে প্রাণ হারিয়েছেন মা দেলজান বেগম (৯০)। মঙ্গলবার বিকেলের এ ঘটনায় ছেলে তবিবরকে (২৮) আটক করেছে পুলিশ। পরে বুধবার আদালতের মাধ্যমে তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত জহির উদ্দীনের স্ত্রী দেলজান বেগম (৯০) দীর্ঘদিন থেকে ছােট ছেলে তবিবরের সংসারে থাকতেন। মঙ্গলবার বিকেলে মা ও ছেলের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায় ছেলে তবিবর মায়ের কোমরে লাথি মারে। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পরেন।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে।
মঙ্গলবার রাতেই নিহতের বড় ছেলে দেলবর হােসন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
আব্বাস আলী/এফএ/এবিএস