ঠাকুরগাঁওয়ে চলছে হরতাল, আটক ৮
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা বিএনপির ডাকে ২৫ ঘণ্টার হরতাল চলছে।
হরতালে নাশকতার আশঙ্কায় রাতে শহরের বিভিন্ন মহল্লায় অভিযান চালায় পুলিশ। এসময় সদর থানা যুবদলের সহসভাপতি হেলালসহ আট নেতাকর্মীকে আটক করা হয়। মঙ্গলবার বিকাল ৫টা থেকে এ হরতাল শুরু হয় এবং বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
হরতাল সমর্থনে বুধবার সকাল ৯টায় নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা শহরের বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রাখে।