বদলগাছীতে জামায়াত-শিবিরের দুই নেতা আটক


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২১ জুলাই ২০১৬

নওগাঁর বদলগাছীতে সরকারবিরোধী কার্যক্রম পরিচালনা ও জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামায়াত ও শিবিরের দুই নেতাকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে জিহাদি বই, সরকারবিরোধী লিফলেট ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার দূর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন- উপজেলার মত্থরাপুর ইউনিয়নের জামায়াতের সভাপতি ও দুর্গাপুর গ্রামের মৃত কাজেম উদ্দীনের ছেলে জামাল উদ্দীন (৫৮) ও তার ছেলে বদলগাছী থানার ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম (২২)।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান জানান, বুধবার গভীর রাতে উপজেলায় এলাকার সরকারবিরোধী নাশকতামূলক ও জঙ্গি কার্যক্রম পরিচালনার জন্য বৈঠক করছে জামায়াত ও শিবিরের ক্যাডাররা এমন সংবাদ পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে দুর্গাপুর এলাকায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এক অভিযান পরিচালনা করে জামাল উদ্দীন ও সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪১টি জিহাদি বই, সরকারবিরোধী বিভিন্ন প্রকার ২০টি লিফলেট ও চাঁদা আদায়ের তিনটি রশিদ বই উদ্ধার করা হয়।  

তিনি আরো জানান, তারা বাবা-ছেলে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকায় দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিলেন। তাদের জয়পুরহাট ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে বদলগাছী থানায় হস্তান্তর করে এ ব্যাপারে নাশকতার একটি মামলা দায়ের করা হয়েছে।

আব্বাস আলী/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।