ঠাকুরগাঁওয়ে ভাষা সৈনিক ফজলুল করিমের দাফন সম্পন্ন


প্রকাশিত: ১১:১১ এএম, ১০ জানুয়ারি ২০১৫

ঠাকুরগাঁওয়ের ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমপি ফজলুল করিমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার বেলা ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর আলম প্রধান, পুলিশ সুপার আব্দুর রহিম শাহসহ প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে নামাযের জানাজা শেষে পুরাতন গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

এর আগে সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা আ.লীগ কার্যালয়ে ও সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনৈতিক, সামাজিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেন করেন।

উল্লেখ্য, ফজলুল করিম বাধক্যজনিত কারণে শুক্রবার বেলা ১১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি ১৯৭০ ও ১৯৭৩ সালে আ.লীগ সরকারের এমপি ছিলেন। তিনি ১৯৭১ সালের ঠাকুরগাঁও এলাকার মুক্তিযুদ্ধের সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন। ৫২’র ভাষা আন্দোলনেও তিনি ছিলেন লড়াকু সৈনিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।