শিমুলিয়া-কাওড়াকান্দি ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন


প্রকাশিত: ০৭:০১ এএম, ২৩ জুলাই ২০১৬

পদ্মা নদীর পানি বেড়ে তীব্র স্রােতে শিমুলিয়া-কাওড়াকান্দি ঘাটে ৫টি ডাম্ব ফেরিসহ ৬টি ফেরি পারাপার বন্ধ রয়েছে। ফলে ঘাট এলাকায় যাত্রীবাহী কোচসহ পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি পড়েছে।
 
জানা যায়, গত দুদিন ধরে অস্বাভাবিক হারে পানি বেড়ে নদীতে তীব্র স্রােতের সৃষ্টি হয়েছে। ফলে শিমুলিয়া-কাওড়াকান্দি ঘাটে ফেরিসহ নৌযান পারাপারে দীর্ঘ সময় ব্যয় হচ্ছে। স্রােতের গতিবেগ তীব্র থাকার কারণে ফেরি, লঞ্চসহ নৌযানগুলোকে ১ কিলোমিটারেরও বেশি উজানে গিয়ে পদ্মা পাড়ি দিতে হচ্ছে।

কাওড়াকান্দি ঘাটের বিআইডব্লিউটিসি ম্যানেজার আ. সালাম জানান, স্রােতের গতিবেগের সঙ্গে কুলাতে না পেরে এরই মাঝে কে টাইপ ফেরি কর্ণফুলী ও ডাম্ব ফেরি অ্যারাবিয়ান নামের দুটি ফেরি বন্ধ করে দেয়া হয়েছে।

fare

স্রােতের গতিবেগ বেড়ে যাওয়ায় শনিবার রাত থেকে এ রুটের ৫টি ডাম্ব ফেরিসহ ৬টি ফেরি পারাপার বন্ধ করে দেয়া হয়। বাকি রো রো ও কে টাইপ ফেরিগুলোকেও দীর্ঘ সময় ব্যয় করে পার হতে হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় ঘাটে অন্তত ৩০টি নৈশকোচসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।

নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।