পঞ্চগড়ের অর্ধশত গ্রামের মানুষ পানিবন্দী
টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে করতোয়া, মহানন্দাসহ বিভিন্ন নদীর পানি বেড়েছে। এতে বিভিন্ন উপজেলার অর্ধশত গ্রাম পানির নিচে তলিয়ে গেছে।
পানিবন্দী হয়ে পড়েছেন পঞ্চগড় পৌরসভা এলাকার রামের ডাংগা, রাজনগরসহ ১০ গ্রামের ৭০০ পরিবারের ৩ হাজার মানুষ।
অন্যদিকে তেঁতুলিয়ার মহানন্দার পানি বৃদ্ধি পেয়ে তীরবর্তী সরকারপাড়া, ভাদ্রুবাড়ি ও রনচন্ডিসহ বিভিন্ন গ্রাম প্লাবিত হয়ে প্রায় ৬০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টরা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। সোমবার সকালে পঞ্চগড় পৌরসভা এলাকায় দুর্গতদের জন্য পাঁচটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। দুর্গতদের আত্মীয়-স্বজনের বাড়িসহ এসব আশয়কেন্দ্রে আশ্রয় নিতে দেখা গেছে। 
শহরের রামের ডাংগা এলাকার রিকশাচালক মো. আব্দুল বলেন, রাতে হঠাৎ করেই নদীর পানি বাড়তে থাকে। সকাল হতে না হতেই বাড়িতে পানি ঢুকে পড়ে। আমাদের বিশুদ্ধ পানিসহ পয়নিষ্কাশনে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে।
পঞ্চগড় পৌরসভা মেয়র মো. তৌহিদুল ইসলাম বলেন, করতোয়ার তীরবর্তী রামের ডাংগা, তুলার ডাংগা, রাজনগরসহ ১০ গ্রামের ৭০০ পরিবারের ৩ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বানভাসী মানুষদের আশ্রয়ের জন্য পাঁচটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তাদের জন্য শুকনা খবারের ব্যবস্থা রয়েছে।
জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম আযম বলেন, দুর্গতদের নিরাপদ আশ্রয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অনেকে তাদের নিকটাত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
সফিকুল আলম/এসএস/পিআর