নীলফামারীতে পলাতক ১৬ আসামি গ্রেফতার
নীলফামারীতে বিভিন্ন মামলা ও চার্জশিটভুক্ত পলাতক ১৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নীলফামারী পুলিশের কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেন জানায়, গ্রেফতারকৃত আসামিরা সকলে আদালতের ওয়ারেন্টভুক্ত এবং বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট প্রদান করা হয়েছে। কিন্তু এসব আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
জাহেদুল ইসলাম/এআরএ/এবিএস