স্রোতের তোড়ে ভেসে গেল গোলাম মওলা


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৫ জুলাই ২০১৬
ফাইল ছবি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে মাঝ পদ্মায় ইঞ্জিল বিকল হয়ে গেছে রো-রো ফেরি ভাষা সৈনিক গোলাম মওলা। তীব্র স্রোতে ফেরিটি যানবাহন নিয়ে ভেসে তিন কিলোমিটার দূরে ভাটিতে অবস্থান করছে।

স্থানীয় সূত্র জানায়, পাটুরিয়া ঘাট থেকে রাত সাড়ে ৮টার দিকে যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি গোলাম মওলা দৌলতদিয়া যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পর এর ইঞ্জিল বিকল হয়ে যায়। এরপর তীব্র স্রোতের তোড়ে ফেরিটি ভাটিতে যেতে থাকে। বর্তমানে ফেরিটি প্রায় তিন কিলোমিটার দূরে নয়াকান্দি এলাকায় অবস্থান করছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির স্থানীয় কর্মকর্তারা কোনো কথা বলতে রাজি হননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ফেরিটি উদ্ধারে আইটি-৮৯ জাহাজকে পাঠানো হয়েছে।

বি এম খোরশেদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।