শিমুলিয়া-কাওড়াকান্দির উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন


প্রকাশিত: ১১:১৮ এএম, ২৬ জুলাই ২০১৬

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের পদ্মা নদীতে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে তীব্র স্রোত অব্যাহত রয়েছে। এতে ফেরিসহ নৌযান পারাপার মারাত্মক ব্যাহত হচ্ছে। ফলে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

মঙ্গলবার ফেরিগুলো শিমুলিয়া প্রান্তে প্রায় দুই কিলোমিটার উজানে গিয়ে চললেও পারাপারে হিমশিম খাচ্ছে। সেই সঙ্গে দুই পারে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। এতে ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন।

জানা গেছে, সকাল থেকে তীব্র স্রোতের কারণে এ নৌরুটের ফেরিগুলো শিমুলিয়া প্রান্তে প্রায় দুই-আড়াই কিলোমিটার উজানে গিয়ে চললেও পারাপারে হিমশিম খাচ্ছে। তিনটি ডাম্ব ফেরিসহ চারটি ফেরি বন্ধ থাকা ছাড়াও চলমান ফেরিসহ নৌযানগুলোও পারাপারে দীর্ঘ সময় ব্যয় হচ্ছে।

Madaripur

এদিকে ফেরি চলাচলে অচলাবস্থার কারণে কাওড়াকান্দি ঘাটের চার কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ লাইনসহ উভয় ঘাটে তীব্র যানজট সৃষ্টি হয়ে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

কাওড়াকান্দি ঘাটের হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম জানান, নদীর তীব্র স্রোতের কারণে নৌযান পারাপারে সময় লাগছে। সময় লাগার কারণে ঘাট এলাকায় কিছু যানবাহন আটকে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।  

এ কে এম নাসিরুল হক/এএম/এমএস/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।