ঠাকুরগাঁও সীমান্ত থেকে ২ জনকে আটক করেছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মলানী সীমান্ত থেকে আব্দুল মালেক (৩৪) ও কমিশন আলী (৩২) নামে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। সোমবার সকাল ৮টার দিকে তাদের আটক করে।
আটক আব্দুল মালেক উপজেলার গেড়ুয়াডাঙ্গী গ্রামের আলতাব হোসেনের ছেলে এবং কমিশন আলী একই উপজেলার আটঘরিয়া (কাঠালডাঙ্গী) গ্রামের দলু মোহাম্মদের ছেলে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শীতের কুঁয়াশার মধ্যে সোমবার সকাল ৮টার দিকে ভারত থেকে গরু নিয়ে দেশে ফেরার পথে সীমান্তের ৩৬৯/২-এস পিলার এলাকায় ভারতের ২ কিমি অভ্যন্তরে ষোলবাড়ি এলাকায় ১২১ ব্যাটালিয়নের ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল তুষার বিন ইউনুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই বাংলাদেশি নাগরিককে ফেরত চেয়ে সোমবার বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে। আমাদের পাওয়া তথ্যমতে এ দুজন দিনাজপুর বর্ডার দিয়ে কয়েকদিন আগে ভারতে প্রবেশ করে বলে তিনি জানান।