সৈয়দপুর বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানের যাত্রী ছাড়া বিমানবন্দরের টার্মিনাল ভবনে দর্শনার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
সেই সঙ্গে চেকিং ও পুরো বিমানবন্দর এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বুধবার দুপুরে বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করে।
জানা গেছে, সৈয়দপুর বিমানবন্দরে প্রতিদিন ৫টি বিমান ঢাকা-সৈয়দপুর চলাচল করে। এগুলোর মধ্যে নভোএয়ার ও ইউএস বাংলার দুটি করে ও বাংলাদেশ বিমানের একটি। দেশের সাম্প্রতিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এই বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সৈয়দপুর বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুল লতিফ জাগো নিউজকে বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় সিভিল এভিয়েশনের নিরাপত্তা রক্ষীরা কাজ করছেন। একই সঙ্গে পুলিশ ও আনসার বাহিনীসহ অন্যান্য সংস্থার লোকজন সহযোগিতা করছেন।
টার্মিনাল ভবনে বিমানের যাত্রী ছাড়া দর্শনার্থীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। লাউড স্পিকারে নিষেধাজ্ঞা প্রচার করা হচ্ছে। যাত্রীসহ সবার গতিবিধি সিসি ক্যামেরায় মনিটরিং করার পাশাপাশি চলাচলে কোনো সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহীন আহম্মেদ জাগো নিউজকে বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই। উন্নতমানের স্ক্যানার মেশিনে যাত্রীদের লাগেজ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
নীলফামারী পুলিশের সৈয়দপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান জাগো নিউজকে বলেন, দেশে জঙ্গি হামলার ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জাহেদুল ইসলাম/এসএস/এমএস