রায়গঞ্জে নারী রোকনসহ ৬ শিবির কর্মী আটক


প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৭ জুলাই ২০১৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে অভিযান চালিয়ে স্থানীয় ছাত্রী সংগঠনের নারী রোকনসহ ৬ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় এ অভিযান শুরু করা হয়। এসময় সেখান থেকে জেহাদি বই, ককটেল ও হাতবোমা উদ্ধার করা হয়।

রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল। তাৎক্ষণিকভাবে পুলিশ আটকদের পরিচয় জানা যায়নি। অভিযান শেষে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে চান্দাইকোনা বাজারে খোরশেদ আলমের বাড়িতে নাশকতা করার জন্য শিবির কর্মীদের গোপন বৈঠক চলছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে এক নারী রোকনসহ ৬ শিবির কর্মীকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। পরে তল্লাশী করে বিপুল পরিমান জেহাদি বই, পাঁচটি ককটেল ও একটি বড় হাতবোমা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, বাড়ির মালিক খোরশেদ আলম দৈনিক সংগ্রামের থানা প্রতিনিধি এবং জামায়াত রাজনীতির সঙ্গে জড়িত। অভিযানের আগেই তিনি পালিয়ে যেতে সক্ষম হয়।

বাদল ভৌমিক/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।