ঢাকা থেকে রাগ করে চলে যাওয়া শাওন নওগাঁয় উদ্ধার


প্রকাশিত: ১১:০৪ পিএম, ২৭ জুলাই ২০১৬

ঢাকায় বাবার সঙ্গে রাগ করে সাত বছরের শিশু শাওন নওগাঁয় চলে যায়। বুধবার সন্ধ্যা ৭টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় কান্নাকাটির সময় তাকে স্থানীয়রা জানতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে নওগাঁয় সদর থানায় শিশুটিকে রাখা হয়েছে।

উদ্ধারের পর শিশুটি নিজের নাম শাওন, বাবার নাম হিরা, মায়ের নাম নাসিমা, বাড়ি ঢাকার দারুসসালাম এলাকার দিয়াবাড়ি বলে জানিয়েছে। তবে তার বাবা হিরা ভাড়ায় গাড়ি চালান বলে জানালেও আর বেশি কিছু বলতে পারছে না।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, শাওন তার বাবার সঙ্গে রাগ করে মঙ্গলবার রাতে ঢাকা থেকে নওগাঁগামী একটি বাসে ওঠে। পরে নওগাঁর পার নওগাঁ এলাকার বাসস্ট্যান্ডে এসে নামে ঘুরাঘুরি করছিল। সন্ধ্যার সময় কোথাও যাওয়ার জায়গা না পেয়ে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় শাওন কান্নাকাটি করছিল। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে টহল পুলিশের একটি দল তাকে উদ্ধার করে।

শিশুটির স্বজনদের নওগাঁ সদর থানায় ০১৭১৩-৩৭৩৮৩৬ এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করতে বলা হয়েছে।

আব্বাস আলী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।