একমাত্র আ.লীগ সরকারই মানুষের পাশে থাকে : নাসিম


প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২৮ জুলাই ২০১৬

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ সরকারই একমাত্র সরকার যারা মানুষের কষ্টের সময় পাশে থাকে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশে আকস্মিকভাবে বন্যা হয়েছে। বন্যায় মানুষের কষ্টের শেষ নেই। কিন্তু এই কষ্টের পাশে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দেশের কোনো বন্যাপীড়িত মানুষ না খেয়ে থাকবে না। সবার কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেয়া হবে। বাংলাদেশের মানুষ আগেও বড় বড় বন্যার মোকাবেলা করেছে। তারা জানে কীভাবে এই বন্যা মোকাবেলা করতে হয়। সরকারও তাদের পাশে রয়েছে। ধৈর্য্যের সঙ্গে সবাইকে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে।

মন্ত্রী আরো বলেন, সরকার থেকে বন্যা পীড়িতদের মাঝে ত্রাণ পৌঁছাতে হবে। সঠিকভাবে ও সঠিক সময়ে যেন বন্যার্তদের মাঝে ত্রাণ পৌঁছায় সে জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদর ও মাইজবাড়ি ইউনিয়নে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ পূর্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আলম, পৌর মেয়র নিজাম উদ্দিন, সদর ইউনিয়নের চেয়ারম্যান টি এম আতিকুর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ মন্ত্রীর সঙ্গে ছিলেন।

দুটি ইউনিয়নের এক হাজার বন্যাকবলিত মানুষের মাঝে প্রত্যেককে ২০ কেজি চাল ও নগদ অর্থ বিতরণ করেন মন্ত্রী। এরআগে, মন্ত্রী হেলিকপটারযোগে ঢাকা থেকে সিরাজগঞ্জের কাজিপুরে আসেন।

বাদল ভৌমিক/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।