সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু


প্রকাশিত: ১১:৫১ এএম, ২৯ জুলাই ২০১৬
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ জেলার উলাপাড়া উপজেলার সলপ গ্রামে বন্যার পানিতে ডুবে তৃষা খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে। নিহত তৃষা উপজেলার সলপ গ্রামের সেলিম রেজার মেয়ে।

তৃষার চাচা কামরুল ইসলাম জানান, বন্যার কারণে বাড়ির চারপাশে পানি উঠেছে বেশ কয়েকদিন ধরে। শুক্রবার দুপুরে বন্যার পানির কাছেই খেলা করছিলো তৃষা। সবার অজান্তে কোনো এক সময় তৃষা পানিতে ডুবে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি পরও তাকে পাওয়া যায়নি। বিকেলে পানিতে তার দেহ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তৃষাকে মৃত ঘোষণা করেন।

বাদল ভৌমিক/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।